দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি?

A ৪৭৩ টি

B ৪৯৬ টি

C ৪৭১ টি

D ৪৯৫ টি

Solution

Correct Answer: Option D

- ২৬ জুলাই, ২০২১ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন করে তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নেয় সরকার।
- যে তিনটি থানাকে উপজেলা করা হয়েছে তা হলো- কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। \
- এ নিয়ে দেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions