নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

A টিএসপি

B সবুজ সার

C পটাশ

D ইউরিয়া

Solution

Correct Answer: Option D

- বেসিমার পদ্ধতিতে ইউরিয়া সার উৎপাদিত হয়।
- ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস।
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে।
- ইউরিয়া সারে ৪৪-৪৬% নাইট্রোজেন থাকে।
- ইউরিয়া সারের প্রধান কাজ হলো গাছকে সবুজ ও সতেজ করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions