Solution
Correct Answer: Option A
- সাধু ভাষা ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে।
- তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
- এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন:
অশুদ্ধ: গরুর শকট (দেশি+তৎসম)।
শুদ্ধ: গরুর গাড়ি (দেশি+দেশি)।
অশুদ্ধ: মড়াদাহ (দেশি+তৎসম)।
শুদ্ধ: শবদাহ (তৎসম+তৎসম)।