Begum Rokeya Day is observed in-

A 10 January

B 10 April

C 9 December

D 15 February

Solution

Correct Answer: Option C

- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ ডিসেম্বর, ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে তার অবদান চির অম্লান।

- বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।
- তার লেখা 'Sultana’s Dream' গ্রন্থটি তিনি বাংলায় 'সুলতানার স্বপ্ন' নামে অনুবাদ করেন।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।

- নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ৯ ডিসেম্বর দিবসটি বিশেষভাবে পালিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions