নিচের কোনটি রূপকথাভিত্তিক সাহিত্য রচনা?

A টুনটুনির বই

B কিশোরদের মন

C ঠানদিদির থলে

D উপরের সবকটি

Solution

Correct Answer: Option D

- নানা অবাস্তব ও অবিশ্বাস্য কাহিনী নিয়ে রচিত সাহিত্যই রূপকথা।
- এর ইংরেজি প্রতিশব্দ Fairy Tales. বাস্তব রাজ্যের সাথে এর কোনো সম্পর্ক নেই।
- কোনো অপুত্রক রাজার দৈব বলে পুত্রলাভ, ভাগ্যান্বেষণে রাজপুত্রের দেশান্তরে গমন এবং বহু বাধাবিঘ্ন অতিক্রম করে সাফল্য অর্জন, পরিণামে রাজকন্যা ও অর্ধেক রাজ্য লাভ করে সুখে কালযাপন- এ ধরনের কাহিনী কাঠামোর উপর রূপকথার ভিত্তি ও প্রকাশ।
- দক্ষিণারঞ্জন মিত্রের সংগৃহীত রূপকথার নাম "ঠানদিদির থলে' (১৯০৯), 'কিশোরদের মন (১৯৩৩)।
- উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর রূপকথা সংগ্রহের নাম 'টুনটুনির বই' (১৯৬৪)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions