Solution
Correct Answer: Option C
- যে সকল অব্যয় রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তাকে অনুকার / ধ্বন্যাত্মক অব্যয় বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
- ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব বা আধিক্য ইত্যাদি বোঝায়।
- যেমন: তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল ।
- প্রদত্ত উদাহরণে ‘হায় হায়’ অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয়টি দুঃখের ভাবকে আধিক্য অর্থে প্রকাশ করেছে।