Solution
Correct Answer: Option A
- কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ ‘রাজবন্দীর জবানবন্দী (০৭/০১/১৯২৩)।
- এটি তিনি জেলে বসে রচনা করেন।
- 'ধূমকেতু' পত্রিকায় 'আনন্দময়ীর আগমনে' কবিতা প্রকাশিত হলে তা নিষিদ্ধ হয় এবং নজরুলকে গ্রেফতার করা হয়।
- হুগলী জেলে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নজরুল অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেন।
- এ অবস্থায় নজরুলকে রবীন্দ্রনাথ টেলিগ্রাম পাঠান- 'Give up hunger strike, our literature claims you'.
- কিন্তু ঠিকানা না থাকায় জেল কর্তৃপক্ষ সে চিঠি রবীন্দ্রনাথের নিকট ফেরত পাঠায়।
- এ সময়ে রবীন্দ্রনাথ তাঁর ‘বসন্ত' নাটকটি নজরুলকে উৎসর্গ করেন।
- কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর তিনি ৩৯ দিন পর অনশন ভঙ্গ করেন।
- জেলে থাকা অবস্থায় কর্তৃপক্ষ তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি তা, মাত্র ৪ পৃষ্ঠায় লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন, এটাকেই বলা হয় ‘রাজবন্দীর জবানবন্দী'।
- এ প্রবন্ধে তিনি নিজেকে ‘বিদ্রোহী কবি হিসেবে উল্লেখ করেন।