Which country has the largest population in the world in 2024?
A USA
B India
C China
D Russia
Solution
Correct Answer: Option B
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪ঃ
• এপ্রিল ২০২৪ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বিশ্ব__
• জনসংখ্যা : ৮১১.৯০ কোটি।
• নারী প্রতি প্রজনন : ২.৩ জন ।
• গড় আয়ু পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর।
• নারী প্রতি প্রজনন হার সর্বাধিক : নাইজার (৬.৬ জন) ও সর্বনিম্ন : হংকং (০.৮ জন)।
• জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত।
• জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম।
শীর্ষ ১০ জনবহুল দেশঃ
দেশ ও জনসংখ্যাঃ
১. ভারত - ১৪৪ কোটি ১৭ লাখ।
২. চীন - ১৪২ কোটি ৫২ লাখ।
৩. যুক্তরাষ্ট্র - ৩৪ কোটি ১৮ লাখ।
৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি ৯৮ লাখ।
৫. পাকিস্তান - ২৪ কোটি ৫২ লাখ।
৬. নাইজেরিয়া - ২২ কোটি ৯২ লাখ।
৭. ব্রাজিল - ২১ কোটি ৭৬ লাখ।
৮. বাংলাদেশ - ১৭ কোটি ৪৭ লাখ।
৯. রাশিয়া - ১৪ কোটি ৪০ লাখ।
১০. ইথিওপিয়া - ১২ কোটি ৯৭ লাখ।