Industrial shares considered as safe investment-

A Prefered Stock

B Blue Chip

C ESG Stocks

D Value Stocks

Solution

Correct Answer: Option B

- বাজারে এমন অনেক কোম্পানি আছে যারা দীর্ঘদিন ধরে টিকে আছে, তাদের আর্থিক অবস্থা শক্তিশালী, ব্যবস্থাপনা দক্ষ এবং নিয়মিত লভ্যাংশ প্রদান করে থাকে।
- বিনিয়োগকারীদের কাছে এসব কোম্পানি অত্যন্ত আকর্ষণীয়, কারণ তারা বাজারে স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির প্রতিশ্রুতি দেয়।
- এই শ্রেষ্ঠ কোম্পানিগুলোকেই বলা হয় ব্লু চিপ কোম্পানি এবং তাদের শেয়ারকে ব্লু চিপ শেয়ার বলা হয়।
- তবে মনে রাখা উচিত, অর্থনীতি যতই শক্তিশালী হোক বা শিল্প যতই বুলেটপ্রুফ হোক না কেন, কোনো নির্দিষ্ট স্টক কখনোই পুরোপুরি নিরাপদ বিনিয়োগ বলে দাবি করতে পারে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions