কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না?

A চোখের জল

B চোখের পর্দা

C চোখের মনি

D চোখের বালি

Solution

Correct Answer: Option A

- বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না- চোখের জল। 

অপরদিকে,
- ‘চোখের বালি’ বাগধারাটির অর্থ - চক্ষুশূল/বিরক্তিকর বস্তু।
- 'চোখের পর্দা' বাগ্‌ধারাটির অর্থ - লজ্জা।
- 'চোখের মণি' বাগ্‌ধারাটির অর্থ - অতিপ্রিয় ব্যক্তি বা বস্তু।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions