Bangabandhu Sheikh Mujib Safari Park, commonly known as Sheikh Mujib Safari Park, is a safari park in-
A Dulahazra, Cox'sbazar
B Nijhum Dweep, Hatiya Upazila
C Gazipur, Dhaka
D Sandwip, Chattogram
Solution
Correct Answer: Option C
- সাফারি পার্ক জীবজন্তুর অভয়ারণ্য, যেখানে প্রাণীরা উন্মুক্তভাবে বিচরণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত।
- এর আয়তন ৩৬৯০ একর।
- এটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ২০১০ সালে এবং উদ্বোধন হয় ২০১৩ সালে।
- আর বাংলাদেশের প্রথম সাফারি পার্ক ডুলাহাজরা কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলায় অবস্থিত।
- ১৯৯৯ সালে এটি প্রতিষ্ঠা করা হয়।