Solution
Correct Answer: Option B
- Gregarious শব্দের অর্থ হলো খুব মিশুক, সামাজিক, অন্যের সঙ্গ পেতে ভালোবাসে এমন ব্যক্তি।
- যে ব্যক্তি সহজে সকলের সাথে মিশে যায় এবং মানুষের মাঝে থাকতে আনন্দ পায় তাকে gregarious person বলা হয়।
- দেওয়া অপশনগুলোর মধ্যে very sociable–ই এই অর্থের সাথে পুরোপুরি মিলে যায়।
- তাই সঠিক উত্তর: very sociable।