- জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী শিক্ষার স্তর তিনটি- প্রাথমিক স্তর (১ম-৮ম শ্রেণি), মাধ্যমিক স্তর (৯ম - দ্বাদশ শ্রেণি) ও উচ্চতর স্তর উচ্চ শিক্ষা।
কিছু শিক্ষা বিষয়ক তথ্যঃ
১. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনের আওতায় আসে - ০১ জানুয়ারি, ১৯৯২। এ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয় - ৬৮টি থানায়। সারাদেশে সম্প্রসারণ করা হয় - ১৯৯৩ সালে। এর আগে ১৯৯০ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়।
২. প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় - ১৯৭৪ সালে। প্রাথমিক শিক্ষা উপবৃত্তি চালু হয় - ২০০২ সালে। প্রাথমিক শিক্ষার বয়সসীমা - ৬-১১ বছর।
৩. বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিশুর বয়স - ০ থেকে ১৮ বছর। বাংলাদেশের শিক্ষার স্তর - ৩টি। প্রাথমবক শিক্ষার জন্য নির্ধারিত বয়সসীমা - ৬-১০ বছর। প্রাক- প্রাথমিকের বয়সসীমা - ৩-৫ বছর।
৪. বাংলাদেশে এ পর্যন্ত শিক্ষা কমিশন গঠিত হয় - ৩টি (১ম - ড. কুদরত ই খুদা শিক্ষা কমিশন -১৯৭২ এবং সর্বশেষ - জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী শিক্ষা কমিশন-২০১০।)
৫. বাংলাদেশে উপ-আনুষ্ঠানিক শিক্ষা চালু হয় - ১৯৯১ সালে। খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় - ১৯৯৩ সালে৷
৬. বর্তমানে নিরক্ষর মুক্ত জেলা - ৭টি। প্রথম নিরক্ষর মুক্ত জেলা - মাগুরা। প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম - ঠাকুরগাঁও জেলার সালান্দা ইউনিয়নের কুচবাড়ী কৃষ্টপুর গ্রাম।
৭. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস - ৮ সেপ্টেম্বর। বিশ্ব শিক্ষক দিবস - ০৫ অক্টোবর। জাতীয় শিক্ষক দিবস - ১৯ জানুয়ারি। মহান শিক্ষা দিবস - ১৭ সেপ্টেম্বর।
৮. শিক্ষা সংক্রান্ত সংবিধানিক অঙ্গীকার ব্যক্ত হয়েছে - ১৭নং অনুচ্ছেদে (অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা)। সংবিধানে মানুষের ৫টি মৌলিক উপকরণের কথা উল্লেখ আছে - ১৫(ক) অনুচ্ছেদে। (অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা)।