বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে?
A ৪০ তম
B ৪১ তম
C ৪২ তম
D ৪৩ তম
Solution
Correct Answer: Option B
১২ মার্চ ,২০১৭ সালে বিশ্বের ৪১ তম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে পদার্পন করেন।দুটি আধুনিক সাবমেরিন 'নবযাত্রা' ও 'জয়যাত্রা' এর মধ্যদিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্নপ্রকাশ করে।