বাংলাদেশের মুক্তিযুদ্ধ্বের সময় প্রথম কোন জেলা শত্রু মুক্ত হয়?
A মাগুরা
B মেহেরপুর
C যশোর
D ময়মনসিংহ
Solution
Correct Answer: Option C
- মুক্তিযুদ্ধের সময় ৬ ডিসেম্বর ,১৯৭১ সালে যশোর প্রথম শত্রু মুক্ত হয়।
- মহান মুক্তিযুদ্ধে যশোর ছিলেন ৮ নং সেক্টরের আওতাধীন।
- এ সেক্টরে মেজর ওসমান চৌধুরি এবং মেজর এম এ মনছুর সেক্টর কমান্ডার ছিলেন।