জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)এর সদর দপ্তর কোথায়?
A ইনচিয়ন, দক্ষিন কোরিয়া
B প্যারিস , ফ্রান্স
C ভিয়েনা, অস্ট্রিয়া
D ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
Solution
Correct Answer: Option A
স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায় ২০১০ সালে অনুষ্ঠিত কানকুন সম্মেলনে ফান্ডটি গঠিত হয়।ফান্ডের সদর দপ্তর দক্ষিন কোরিয়ার ইনচিয়নে।