'সাক্ষী গোপাল' বাগধারাটির অর্থ কী?
A অপদার্থ
B মূর্খ
C সক্রিয় দর্শক
D নিষ্ক্রিয় দর্শক
Solution
Correct Answer: Option D
- 'সাক্ষী গোপাল' বাগধারার অর্থ নিষ্ক্রিয় দর্শক।
- অকাল কুষ্মাণ্ড / আমড়া কাঠের ঢেঁকি / ঊনপাঁজুরে / কচু বনের কালাচাঁদ / ঘটিরাম / ঢেঁকির কুমির / ধর্মের ষাঁড় / নালায়েক প্রভৃতি বাগধারার অর্থ- অপদার্থ ।