Solution
Correct Answer: Option C
- নিয়মানুযায়ী শুদ্ধ নয় কিন্তু বিশেষ কারণে নিয়ম ভেঙে যা শুদ্ধ ঘোষণা করা হয়, সেটিই নিপাতনে সিদ্ধ। কতগুলো স্বরসন্ধি নিপাতনে সিদ্ধ হয়।
- যেমন: কুল+অটা কুলটা; গো+অক্ষ = গবাক্ষ; অন্য+অন্য = অন্যান্য। পৌ+অক (ঔ+অ = আব্+অ) = পাবক ও গৈ+অক = গায়ক সন্ধির নিয়মানুসারে হয়েছে।