'রাজ্ঞী' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A রাজ্ + নী
B রাগ্ + নী
C রাজ + জ্ঞী
D রাগ্ + জ্ঞী
Solution
Correct Answer: Option A
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, চ্ ও জ্ এর পর নাসিক্য ধ্বনি তালব্য হয়।
- যেমন: রাজ্+নী (চ্+ন = চ+ঞ) = রাজ্ঞী; যাচ্+না = যাচ্ঞা।