'রাজসিক বিহার' ভাস্কর্য কোথায় অবস্থিত ?

A হোটেল রুপসী বাংলার সামনে

B সংসদ ভবনের সামনে

C ঢাকা বিশ্ববিদ্যালয়ে

D রোকেয়া সারণীর সামনে

Solution

Correct Answer: Option A

বাংলা মটরের বা হোটেল রুপসী বাংলার সামনে ‘রাজসিক বিহার’ ভাস্কর্যের স্থপতি মৃণাল হক। তার অন্যান্য ভাস্কর্যের মধ্যে রয়েছে:
✔ রাজধানীর মতিঝিলে অবস্থিত ‘বলাকা’
✔ পরীবাগের ‘জননী ও গর্বিত বর্ণামালা’
✔ সুপ্রিমকোর্টের বহুল আলোচিত ‘লেডি জাস্টিস’
✔ প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে ‘রত্নদ্বীপ’

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions