Solution
Correct Answer: Option D
সঠিক উত্তর: D) কাজাখস্তান
⇒ আলমাআতা (বর্তমান নাম আলমাতি) মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তানের প্রাক্তন রাজধানী ও সবচেয়ে বড় শহর।
⇒ এটি ১৯২৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় কাজাখস্তানের রাজধানী হিসেবে মর্যাদা পেয়েছে।
⇒ ১৯৯৭ সালে দেশটির সরকার রাজধানী আলমাআতা থেকে সরিয়ে ১০০০ কিলোমিটার উত্তরে অবস্থিত আকমোলা শহরে স্থানান্তরিত করে, যা বর্তমানে ‘আস্তানা’ নামে পরিচিত।
⇒ রাজধানী স্থানান্তরের প্রধান কারণগুলোর মধ্যে ছিল আলমাআতার ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থান, ভৌগোলিক সম্প্রসারণের সুযোগের অভাব এবং চীন সীমান্তের খুব কাছাকাছি থাকা।
⇒ রাজধানী না থাকলেও আলমাতি এখনো কাজাখস্তানের প্রধান বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং জনসংখ্যাবহুল কেন্দ্র হিসেবে পরিচিত।