Which Mughal Emperor is known for his 'Chain of Justice' (Zanjir-i-Adl) outside his palace in Agra?
Solution
Correct Answer: Option C
- মুঘল সম্রাট জাহাঙ্গীর তাঁর ন্যায়পরায়ণতার জন্য ইতিহাসে বিখ্যাত।
- তিনি আগ্রা দুর্গের শাহ-বুরুজ থেকে যমুনা নদীর তীর পর্যন্ত একটি সোনার শিকল ঝুলিয়েছিলেন, যা 'জিঞ্জির-ই-আদল' বা 'ন্যায়বিচারের শিকল' নামে পরিচিত।
- এতে ৬০টি ঘণ্টা যুক্ত ছিল।
- নিপীড়িত প্রজারা দিনের যে কোনো সময়ে এই শিকল টেনে সরাসরি সম্রাটের কাছে ন্যায়বিচার চাইতে পারত।