The deadly 'Corona virus outbreak' in January 2020 was started in the Chinese city of

A Chengdu

B Wuhan

C California

D Toronto

Solution

Correct Answer: Option B

মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা ঘটে । ৩১ ডিসেম্বর ২০১৯ এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে । ১১ জানুয়ারি ২০২০ সালের প্রথম একজনের মৃত্যু হয় । উল্লেখ্য, মুকুটের প্রতিশব্দ করোনা থেকে এই নামকরন করা হয়েছে । করোনাভাইরাসের (সংক্ষেপে CoV )২০০ প্রজাতি রয়েছে । এর মধ্যে কেবল সাতটি মানুষকে আক্রান্ত করে । তার মধ্যে আবার তিনটি প্রজাতি মানুষের জন্য মারাত্মক । এগুলো হলোঃ SARSOCoV, MERS-CoV এবং nCoV, nCoV ভাইরাসের এই নামটি প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল । পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এঁর স্থায়ী নাম দেয় COVID-19 .

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions