Solution
Correct Answer: Option D
এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম যে বর্ণমালার সন্ধান পাওয়া যায় তা খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের, অশোকের শাসনামলে । বগুড়ার মহাস্থানগড়ে যে লিপি পাওয়া গেছে তাতে প্রাপ্ত লিপি সাদৃশ্য আছে । এই লিপিকে ব্রাক্ষী লিপি বলে । ব্রাক্ষী লিপি কুষাণ ও গুপ্ত রাজাদের আমলে পরিবর্তিত হয়ে তিনটি রুপ ধারণ করে ।