কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় ?

A মৈয়মনসিংহ গীতিকা

B ইউসুফ জুলেখা

C পদ্মাাবতী

D লাইলী মজনু

Solution

Correct Answer: Option A

'মৈয়মনসিংহ গীতিকা' বাংলা লোকগীতির একটি ভাগ । ড.দীনেশচন্দ্র সেনের আগ্রহে এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় চন্দ্রকুমার দে 'মৈয়মনসিংহ গীতিকা' সংগ্রহ করেন । এটি ২৩টি ভাষায় অনূদিত হয় । আর আরবি, ফারসি, উর্দু এবং হিন্দি ভাষার মিশ্রণে রচিত সাহিত্যকে পুঁথি সাহিত্য বলে । ' ইউসুফ জুলেখা' এবং 'লাইলী মজনু' ফারসি প্রেম উপাখ্যান । আর 'পদ্মাাবতী' হিন্দি কাহিনি অবলম্ববনে রচিত অনুবাদ সাহিত্য ও বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান যা পুঁথি সাহিত্যের অন্তর্গত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions