What Is the term for a type of cyberattack that involves tricking individuals into revealing sensitive information, such as passwords or credit card numbers, by posing as trustworthy?
A MalWare
B Phishing
C Ransomware
D Botnet
Solution
Correct Answer: Option B
- ইন্টারনেট ব্যবস্থায় কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট নকল করে প্রতারণার মাধ্যমে কারো কাছে ব্যক্তিগত তথ্য (যেমন- ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য) সংগ্রহ করাকে ফিশিং বলে।
- প্রতারক তাদের শিকারকে কোনোভাবে ধোঁকা দিয়ে তাদের ওয়েবসাইটে নিয়ে যায়।
- আর এ ওয়েবসাইটটি সংশ্লিষ্ট ব্যবহারকারীর ই- মেইল, ব্যাংক বা ক্রেডিট কার্ডের আসল ওয়েব সাইটের চেহারা নকল করে থাকে।
- ব্যবহারকারী সেটাকে আসল ওয়েবসাইট ভেবে নিজের তথ্য প্রদান করলে সেই তথ্য প্রতারকের হাতে চলে যায়।