শব্দ মধ্যস্থিত দুটি সমধ্বনির একটির পরিবর্তনকে বলে -
Solution
Correct Answer: Option A
- দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন-
- শরীর> শরীল,
- লাঙ্গল > নাঙ্গল,
- লাল> নাল ইত্যাদি।
- শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করলে তাকে বলা হয় সমীভবন।
যেমন-
- জন্ম > জম্ম,
- কাঁদনা> কান্না।
- মাঝে মাঝে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম, ব্রিপ্রর্কষ বা স্বরভক্তি বলে।
যেমন-
- গ্রাস > গেরাস।