‘ভারত, ভারত খ্যাত আপনার গুণে’ - উক্ত চরণে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে?
A শ্লেষ
B যমক
C উপমা
D বক্রোক্তি
Solution
Correct Answer: Option B
- একই শব্দ একই স্বরধ্বনিসমেত একই ক্রমানুসারে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহৃত হলে তাকে যমক অলঙ্কার বলে।
- যমক শব্দের অর্থ যুগ্ম।
- এতে একই শব্দ বা প্রায় এক রকমের উচ্চার্য শব্দ দ্যু বার বা বেশি বার উচ্চারিত হয়। শব্দের অর্থও আলাদা হতে হবে।
যেমন:
- ভারত ভারত খ্যাত আপনার গুণে।