কে মধ্যযুগের কবি নন?

A মুকুন্দরাম চক্রবর্তী

B জয়নন্দী

C চণ্ডীদাস

D কানা হরিদত্ত

Solution

Correct Answer: Option B

- বাংলা সাহিত্যে ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলে।
- ১২০১ থেকে ১৮০০ সাল পর্যন্ত সময়কে মধ্যযুগ বলে।

- চণ্ডীমঙ্গলের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী ষোল শতকের কবি ছিলেন।
- তাঁর রচিত কাব্যের নাম 'শ্রী শ্রী চণ্ডীমঙ্গল'।
- তাঁর রচনার স্বীকৃতিস্বরূপ জমিদার রঘুনাথ রায় 'কবিকঙ্কন' উপাধি প্রদান করেন।

- মঙ্গলকাব্যের / মনসামঙ্গলের আদি কবি কানাহরি দত্ত মধ্যযুগের কবি।

- বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস চৌদ্দ শতকের শেষার্ধ থেকে পনের শতকের প্রথমার্ধ সময়ের কবি ছিলেন।
- তাঁর রচিত বিখ্যাত পঙ্ক্তি 'শুনহ মানুষ ভাই/ সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'

- জয়নন্দী পা হলেন প্রাচীন যুগের সাহিত্যিক নির্দশন চর্যাপদের কবি
- তিনি চর্যাপদের ৪৬ সংখ্যক পদের রচয়িতা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions