Solution
Correct Answer: Option C
- মমতাজউদ্দিন আহমদ রচিত ভাষা আন্দোলনভিত্তিক নাটক 'বিবাহ' (১৯৭৯)।
- মমতাজউদ্দিন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক বর্ণচোর।
- যৌন-রাজনীতি ও নিম্নবর্গীয় নারীর এক চিরায়ত আখ্যান নিয়ে আবদুল্লাহ আল মামুন রচিত নাটক 'কোকিলারা' (১৯৯০)।
- মামুনুর রশীদ রচিত নাটক 'ওরা কদম আলী' (১৯৭৬)। এ নাটকে শ্রেণিবিভক্ত সমাজের চিত্র তুলে ধরা হয়েছে।