What was the name of the military campaign undertaken by Pakistan in 1971, which resulted in widespread atrocities and ultimately led to the Bangladesh Liberation War?
A Operation Trident
B Operation Jackpot
C Operation Searchlight
D Operation Vijay
Solution
Correct Answer: Option C
- ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, নিরীহ ও স্বাধীনতাকামী সাধারণ জনগণের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালায় তার সাংকেতিক নাম ‘অপারেশন সার্চলাইট'।
- বাঙ্গালির ইতিহাসে ২৫ মার্চের নৃশংস গণহত্যা ‘কালরাত্রি' নামে পরিচিত।
- ১৮ মার্চ, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের নির্দেশে মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা অপারেশন সার্চলাইট পরিচালনার নীল নকশা তৈরি করে।
- ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস' হিসেবে পালনের জন্য ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয় এবং ২০ মার্চ, ২০১৭ সালে মন্ত্রিসভায় এটি পাস হয়।