‘পদ্মা সেতু’ বানানে কয়টি অক্ষর আছে?
A পাঁচটি
B ছয়টি
C চারটি
D সাতটি
Solution
Correct Answer: Option C
- এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে অক্ষর বলে।
- যেমন: বন্+ধন্ = বন্ধন। এখানে বন্ এবং ধন্ দুটি অক্ষর।
- পদ্+দা+সে+তু = পদ্মা সেতু (৪টি অক্ষর)।