Solution
Correct Answer: Option D
ভারতীয় আর্য ভাষার স্তর ৩টি।
১. আদিম স্তর : – প্রাচীন ভারতীয় আর্য এবং আদিম প্রাকৃত (১২০০-৫০০ খ্রিষ্টপূর্বাব্দ)।
২. মধ্য স্তর : – মধ্য ভারতীয় আর্য ভাষা। এর তিনটি উপস্তর রয়েছে(৫০০- ৬৫০ খ্রিষ্টপূর্বাব্দ)।
৩. আধুনিক স্তর : – আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলির (New Indo-Aryan) প্রাচীনতম রূপ ৬৫০ খ্রিষ্টাব্দ হতে বর্তমান কাল পর্যন্ত