Solution
Correct Answer: Option D
• Urge (তাড়া দেওয়া) এর জোড়ালো বা তীব্র রূপ যেমন insist (পীড়াপিড়ি/জিদ করা) ঠিক তেমনি request (অনুরোধ করা) এর জোড়ালো বা তীব্র রূপ হলো demand (দাবী করা)।
অন্যদিকে,
• Pursue-ক্রমাগত তাড়া করা: hound- শিকারী কুকুর নিয়ে তাড়া করা;
• refuse- প্রত্যাখান করা: deny- অস্বীকার করা;
• expunge- নিশ্চিহ্ন করা: purge- শোধন করা।