The Final of FIFA World Cup 2022 was played at ______________ Stadium.

A Lusail

B Ahmad bin Ali

C Al Bayt

D None of these

Solution

Correct Answer: Option A

- ১৮ ডিসেম্বর, ২০২২ সালে লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।
- এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে।
- বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স।
এ আসরে-
- সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ।
- সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং
- সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
- আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।

- ২০২৬ ফিফা বিশ্বকাপ চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে।
- এতে ৪৮ টি দেশ অংশগ্রহণ করবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি রাষ্ট্র যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions