Who formulates 'Monetary Policy' in Bangladesh and how many times in a year?
A Bangladesh Bank, once a year
B Ministry of Finance, once a year
C Bangladesh Bank, twice a year
D Ministry of Finance, twice a year
Solution
Correct Answer: Option C
- বাংলাদেশ ব্যাংক প্রতি অর্থবছরে একবার মুদ্রানীতি ঘোষণা করে।
- তবে ২০০৬-০৭ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত প্রতি অর্থবছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল।
- ২০১৯-২০ অর্থবছর থেকে পুনরায় একবার মুদ্রানীতি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
- তবে ডিসেম্বর ২০২২ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর পরামর্শে বাংলাদেশ ব্যাংক আবারো বছরে দুইবার মুদ্রানীতি প্রণয়নের ঘোষণা দেয়।
- এ সিদ্ধান্ত বাস্তবায়নে জানুয়ারি ২০২৩ সালে ৬ মাসের জন্য মুদ্রানীতির ঘোষণা করেন।
- মুদ্রানীতির অন্তর্ভুক্ত বিষয়সমূহের মধ্যে রয়েছে- মুদ্রার গতিবিধি প্রক্ষেপণ করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা, ঋণের প্রক্ষেপণের মাধ্যমে সরকারি-বেসরকারি ঋণের যোগান ধার্য করা এবং মুদ্রার প্রচলন নিয়ন্ত্রণ করা।