- প্রখ্যাত রম্য রচয়িতা সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ছোটগল্পগ্রন্থ '
চাচা-কাহিনী' (১৯৫২) এবং ভ্রমণকাহিনী বিষয়ক গ্রন্থ '
দেশে-বিদেশে' (১৯৪৯)।
সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য (১৯৫৪),
- শবনম (১৯৬০),
- শহর-ইয়ার (১৯৬৯)।
ছোটগল্প:
- চাচা কাহিনী (১৯৫২),
- টুনি মেম (১৯৬৪),
- পঞ্চতন্ত্র (১৯৫২),
- ময়ূরকন্ঠী (১৯৫৭) ইত্যাদি।
ভ্রমণকাহিনী:
- দেশে বিদেশে (১৯৪৯),
- জলে ডাঙ্গায় (১৯৬০) ইত্যাদি।
- কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস 'বাঁধনহারা' (১৯২৭)।