বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে ?
A প্রথম চৌধুরী
B ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C প্যারীচাঁদ মিত্র
D সমরেশ মজুমদার
Solution
Correct Answer: Option A
সবুজপত্র ( ১৯১৪ ) পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন সাহিত্য গোষ্ঠী এবং সাহিত্যিক আদর্শ গড়ে ওঠে । এ পত্রিকাকে কেন্দ্র করে চলিত রীতি বাংলা গদ্য প্রতিষ্ঠা লাভ করে । আর এই পত্রিকাটিই সম্পাদনা করেন প্রথম চৌধুরী ।