'চির' ও 'চীর' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -

A চূর্ণ ও নেশাগ্রস্ত

B ছুরি ও স্বাভাবিক

C দীর্ঘ ও ছিন্নবস্ত্র

D ছিন্নবস্ত্র ও দীর্ঘ

Solution

Correct Answer: Option C

- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
যেমন:
⇒ ‘চির’ শব্দের অর্থ - দীর্ঘ।
⇒ ‘চীর’ শব্দের অর্থ - ছিন্নবস্ত্র।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions