Bangladesh Bank has approved the Digital Bank guideline keeping provision for paid-up capital at-

A Tk. 500 crore

B Tk. 125 crore

C Tk. 100 crore

D None

Solution

Correct Answer: Option B

- ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য প্রধান কার্যালয় থাকবে। তবে সেবা প্রদানের ক্ষেত্রে এটি হবে স্থাপনাবিহীন।
- অর্থাৎ এই ব্যাংক কোন ওভার দ্য কাউন্টার (ওটিসি) সেবা দেবে না। এর নিজস্ব কোন শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএম ও থাকবে না।
- সব সেবাই হবে অ্যাপ নির্ভর মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রে।
- ২২ অক্টোবর, ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংক দেশে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় নীতিগত অনুমোদন দেয়।
- এদিন 'নগদ' ও 'কড়ি' নামে দুটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় লাইসেন্স দেয়া হয়।
- দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা

উল্লেখ্য, প্রথাগত ব্যাংক প্রতিষ্ঠায় পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions