Bangladesh Bank has approved the Digital Bank guideline keeping provision for paid-up capital at-
Solution
Correct Answer: Option B
- ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য প্রধান কার্যালয় থাকবে। তবে সেবা প্রদানের ক্ষেত্রে এটি হবে স্থাপনাবিহীন।
- অর্থাৎ এই ব্যাংক কোন ওভার দ্য কাউন্টার (ওটিসি) সেবা দেবে না। এর নিজস্ব কোন শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএম ও থাকবে না।
- সব সেবাই হবে অ্যাপ নির্ভর মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রে।
- ২২ অক্টোবর, ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংক দেশে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় নীতিগত অনুমোদন দেয়।
- এদিন 'নগদ' ও 'কড়ি' নামে দুটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় লাইসেন্স দেয়া হয়।
- দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা।
উল্লেখ্য, প্রথাগত ব্যাংক প্রতিষ্ঠায় পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা।