A harddisk drive can be directly connected to a PC via a -
A SCSI interface
B Parallel interface
C WAN interface
D USB interface
Solution
Correct Answer: Option A
- হার্ডডিস্ক হচ্ছে পাতলা-গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক স্মৃতি।
- গোলাকার পাতগুলোর উভয়পৃষ্ঠে চুম্বকীয় পদার্থ ফেরিক অক্সাইডের প্রলেপ থাকে এবং একটির ওপরে একটি স্তূপ আকারে বসানো থাকে।
- এজন্য এ ডিস্ককে চুম্বকীয় ডিস্ক (Magnetic Disk) বলা হয়।
- ১৯৫৬ সালে আইবিএম প্রথম হার্ডডিস্ক উদ্ভাবন করে।
- হার্ডডিস্ক থেকে ডেটা আদান-প্রদানের জন্য হার্ডডিস্ককে মাদারবোর্ডের সাথে যুক্ত করতে হয়।
- এজন্য Integrated Device Electronics (IDE) ইন্টারফেস এবং প্রয়োজনে দ্রুতগতির Small Computer System Interface (SCSI) ইন্টারফেস ব্যবহৃত হয়।
- অবশ্য বর্তমানে সাটা Serial Advanced Technology Attachment (SATA) এবং সাস Serial Attached SCSI (SAS) ইন্টারফেসও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে।