The proposal, along with its attachments, ... reviewed thoroughly.
Solution
Correct Answer: Option A
- বাক্যে Subject-Verb Agreement-এর নিয়ম অনুযায়ী, যদি কোনো বাক্যের সাবজেক্ট ‘along with’, ‘together with’, ‘as well as’, ‘accompanied by’ ইত্যাদি শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা যুক্ত থাকে, তবে প্রথম সাবজেক্ট (Subject) অনুযায়ী ভার্ব বসে।
- এখানে প্রথম সাবজেক্ট হলো 'The proposal', যা একটি সিঙ্গুলার বা একবচন বিশেষ্য (Singular Noun)।
- যেহেতু 'The proposal' সিঙ্গুলার, তাই এর পরবর্তী ভার্বটিও অবশ্যই সিঙ্গুলার (Singular) হতে হবে।
- অপশনগুলোর মধ্যে 'are' এবং 'have been' হলো প্লুরাল বা বহুবচন ভার্ব, তাই এগুলো সঠিক নয়।
- 'to' কোনো পূর্ণাঙ্গ ভার্ব হিসেবে এখানে সরাসরি বসতে পারে না, তাই এটিও সঠিক নয়।
- একমাত্র 'was' হলো সিঙ্গুলার ভার্ব, যা 'The proposal'-এর সাথে সংগতিপূর্ণ, তাই সঠিক উত্তরটি হলো 'was'।