What was the name of the first computer virus?
Solution
Correct Answer: Option A
- ১৯৭১ সালে বব থমাস নামক একজন কম্পিউটার প্রোগ্রামার প্রথম কম্পিউটার ভাইরাস তৈরি করেন।
- এই ভাইরাসটির নাম ছিল ক্রিপার (Creeper)।
- ক্রিপার ভাইরাসটি আক্রান্ত কম্পিউটারের পর্দায় একটি বার্তা প্রদর্শন করত: "I'm the Creeper. Catch me if you can!"
- এটি মূলত আরপানেট (ARPANET)-এর টেনেক্স (TENEX) অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারগুলোতে ছড়িয়ে পড়েছিল।
- ক্রিপার ভাইরাস ফাইলে কোনো ক্ষতি করত না, শুধু রেপ্লিকেট করে বার্তাটি প্রদর্শন করত।
- ফ্রেডরিক কোহেন (Fred Cohen) সর্বপ্রথম 'ভাইরাস' (VIRUS) শব্দটি নামকরণ করেন।
- ১৯৭৫ সালে জন ওয়াকার (John Walker) পৃথিবীর প্রথম ট্রোজান ভাইরাস তৈরি করেন, যার নাম ছিল ANIMAL।