Which country was the first to launch a fully functional Central Bank Digital Currency?

A Sweden

B China

C Bahamas

D Nigeria

Solution

Correct Answer: Option C

- বাহামাস বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি’ (CBDC) চালু করে, যার নাম ‘স্যান্ড ডলার’।

- ২০২০ সালের অক্টোবর মাসে বাহামাসের কেন্দ্রীয় ব্যাংক, দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য বাহামাস, এই ডিজিটাল মুদ্রা ব্যবস্থা চালু করে।

- চীন, সুইডেন এবং নাইজেরিয়ার মতো দেশগুলো ডিজিটাল মুদ্রা নিয়ে কাজ করলেও, বাহামাস সর্বপ্রথম এটি সম্পূর্ণভাবে কার্যকর করতে সক্ষম হয়।

- এই ‘স্যান্ড ডলার’ বা ডিজিটাল মুদ্রার লক্ষ্য হলো দেশটির আর্থিক অন্তর্ভুক্তির উন্নয়ন এবং প্রত্যন্ত দ্বীপগুলোতে ব্যাংকিং সেবা সহজলভ্য করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions