Which of the following is a key focus area of WHO?

A Global peace

B Cultural preservation

C Public health

D Environmental protection

Solution

Correct Answer: Option C

WHO-এর জনস্বাস্থ্য সংক্রান্ত প্রধান কার্যক্রম:
1..Disease prevention and control:
-সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ।
-মহামারী মোকাবেলা।
2.Health promotion:
-স্বাস্থ্যকর জীবনযাপন উৎসাহিত করা।
-স্বাস্থ্য শিক্ষা প্রচার।
3.Maternal and child health:
-মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন।
-টিকাদান কর্মসূচি বাস্তবায়ন।
4.Mental health:
-মানসিক স্বাস্থ্য সেবা উন্নয়ন।
-মানসিক রোগ প্রতিরোধ ও চিকিৎসা।
5.Emergency response:
-স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়া।
-বিপর্যয় মোকাবেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
6.Health systems strengthening:
-দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে সহায়তা।
-স্বাস্থ্য নীতি প্রণয়নে পরামর্শ দেওয়া।
-WHO এই সকল ক্ষেত্রে কাজ করে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের উন্নতি সাধন করে।

সুতরাং, সঠিক উত্তর হলো: c) Public health।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions