During liberation war of bangladesh dhaka was under which sector ?
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
- ঢাকা জেলা ছিল ২ নম্বর সেক্টরের অধীনে।
- এই সেক্টরটি নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার (আখাউড়া-ভৈরব রেললাইন পর্যন্ত) এবং ফরিদপুর ও ঢাকার কিছু অংশ নিয়ে গঠিত ছিল।
- ২ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর) এবং মেজর এটিএম হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)।
- ঢাকার গেরিলা অপারেশনগুলো মূলত এই সেক্টরের অধীনেই পরিচালিত হতো, যার মধ্যে বিখ্যাত ক্র্যাক প্লাটুন অন্যতম।