Correct Answer: Option D
- বর্তমানে নদ-নদীর সংখ্যা ১,০০৮টি।
- দেশে দীর্ঘতম পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- দেশে ক্ষুদ্রতম গাঙ্গিনা নদীর দৈর্ঘ্য ৩২ মিটার বা (০.০৩২ কিমি)।
- সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী মেঘনা (৩৬টি উপজেলা)।
- সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী পদ্মা (১২টি জেলা)।
- সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগের নাম ঢাকা (২২২টি নদী)।
- সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম সুনামগঞ্জ (৯৭টি নদী)।
- ইছামতি নামে দেশে মোট ১১টি নদী আছে।
সূত্রঃ জাতীয় নদী রক্ষা কমিশন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions