How much amount of financial aid was pledged by the World Bank to Bangladesh for tackling climate change?

 

A $ 2 billion

B $ 4 billion

C $ 8 million

D $ 1 million

Solution

Correct Answer: Option A

বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের জন্য বিশ্বব্যাংক ২০২২ সাল থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
ক্ষেত্রগুলো হলো-
-জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ, যেমন বন্যা-প্রতিরোধী রাস্তা এবং সেতু।
-জলবায়ু সহনশীল কৃষির উন্নয়ন ।
-নবায়নযোগ্য শক্তির প্রচার ।
-পানি ব্যবস্থাপনার উন্নতি ।
-গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস ।
 
-বিশ্বব্যাংকের আর্থিক সাহায্য বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সাহায্য করছে। বাংলাদেশকে আরও টেকসই ভবিষ্যৎ গড়তে সাহায্য করার জন্য এই সাহায্য অপরিহার্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions