দুটি একই ধরনের মোটরগাড়ি 3.0 V ব্যাটারি দ্বারা চালিত হয় । প্রথমটিকে দুটি 1.5V ব্যাটারি শ্রেণি সংযোগ এবং দ্বিতীয়টিকে দুটি 1.5V -এর ব্যাটারি সমান্তরাল সংযোগ করা হলে,মোটর গাড়িদ্বয়ের গতিবেগ 3.0 m/min হলে,নিচের কোনটি সত্য?
A ১মটি কম গতিতে চলবে কিন্তু বেশী দূরত্ব অতিক্রম করবে
B ২য়টি কম গতিতে চলবে কিন্তু কম দূরত্ব অতিক্রম করবে
C ১ম ও ২য়টি একই গতিতে চলবে এবং কম দূরত্ব অতিক্রম করবে
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option C