In COP 26 summit ,a stark message ,''We are digging our own graves'' was sent by -

A Antonio Guterres

B Scott Morrison

C Greta Thunberg

D Sheikh Hasina

Solution

Correct Answer: Option A

২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ -২৬ অনুষ্ঠিত হয় ।এ সম্মেলনের আয়োজক UNFCCC. কপ -২৬ সম্মলনের লক্ষ্য হল ,২০৫০ সালের মধ্যে মানবসৃষ্ট গ্রিনহাউজ গ্রাসে নিঃসরণ কমিয়ে আনা এবং বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি ত্বরান্বিত করা ।এ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেসে মানুষের জীবাশ্ম জ্বালানী ব্যবহারকে ক্রমশ জলবায়ু পরিবর্তনকে দায়ী করে বলেন ,আমরা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions